বাংলাদেশ সফরের আগে তিনি একবার ঝড় তুলেছিলেন। না ২২ গজে নয়, ঝড়টা ছিল সংবাদ মাধ্যমে। বলেছিলেন, বাংলাদেশে এসে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু বল নষ্ট করতে চাননা তিনি। কিন্তু এবার সেই মত
পাল্টাতে শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। আর নি:সন্দেহে সেই কারণটা সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসিম আমলার দলকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলার অপেক্ষায় থাকা ডেল স্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘ছুটি শেষ, এখন কঠোর পরিশ্রমে লেগে যাওয়া সময়। বাংলাদেশ, আমি আসছি। চ্যালেঞ্জ মোকাবেলা করতে অপেক্ষায় আছি।’ আগামী ২১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সেখানে সব কিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ডেল স্টেইন।
লেখাঃ প্রিয়.কম
Subscribe to:
Post Comments
(
Atom
)
fdhdgfth
ReplyDeletefdhdgfth
ReplyDelete